স্টাফ রিপোর্টার : লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলার ঘটনাকে ‘বিরোধী দলের পক্ষ থেকে লজ্জাজনক আচরণ’ আখ্যায়িত করে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘একজন মন্ত্রীর ওপর হামলা, তা-ও বিদেশের মাটিতে, অকল্পনীয়।’
তিনি মন্তব্য করেন, এটি বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে সংঘটিত সকল হামলার কথা স্মরণ করিয়ে দেয়। আহসানউল্লাহ মাস্টার, ড. কিবরিয়া, আইভী রহমানের হত্যাকাণ্ড এবং অবশ্যই আমার মায়ের ওপর ২১ আগস্টের গ্রেনেড হামলা।
বুধবার রাত ১১টায় জয় তার অফিসিয়াল ফেসবুক পেইজে এই মন্তব্য করেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘একটু কল্পনা করুন, এরা আবার ক্ষমতায় এলে কী করবে।’
জয় ‘সন্ত্রাসীদের দেশ থেকে দূর করতে’ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান।