Home | শিল্প সাহিত্য | পদ্য | ঢেউ খেলে প্রেম! (সনেট)

ঢেউ খেলে প্রেম! (সনেট)

– সাকিব জামাল

জলের মতন সমতল এই মন-
উঁচু-নিচু দশা কখনোই সে বোঝে না!
ভালোবাসা বনাম বিরহের বেদনা-
ঢেউখেলা তোরই জারী করা সমন!
আনন্দ ঢেউ চুড়া তোর প্রেমে বিকাশ-
সর্বোচ্চ ভালোবাসার মিশেল কুজনে,
সর্বনিম্ম হয় সে বিচ্ছেদের ভুবনে-
ঢেউ পাদদেশ দু:খ বিরহ প্রকাশ ।

প্রেম সাগরে ঢেউ খেলা চাঁদের টান-
মনের ভালোবাসার আকর্ষণ সম’
জোয়ার ভাটা আসে যায় তার প্রভাব।
প্রেমিকার হাতেই সুখ-দুঃখের প্রাণ-
মরে বা বাঁচে প্রেমিকের অন্তর মম,
ঢেউখেলা প্রেমের চিরন্তন স্বভাব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জাতীয় নির্বাচনের ঘটনায় বিএনপি’র নেতাকর্মীরা হতভম্ব : মোশাররফ

স্টাফ রির্পোটার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ভোট ডাকাতি আগে কখনো বাংলাদেশে ...

ঘূর্ণিঝড় ইদায়; মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক : ঘূর্ণিঝড় ইদায়ের আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানি ঘটতে পারে ...