স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ সংগঠনের পাঁচ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাফটেরিয়ার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে এসএম হলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হিমেল, শিমুল, ওয়াহিদ, মাসুদ, সজীব, শিহাব, লিটন, নাসির, সাদ্দাম, বেলাল, আশরাফ, মামুন, জিকুসহ ঢাবির বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ সংগঠনের ভাবমূর্তি বিনষ্ট করার সরকারি চক্রান্তের প্রতিবাদে গত ২৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।