স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রেলিগেশনে চলে গেছে আশরাফুলের কলাবাগান ক্রীড়াচক্র। দলের অবস্থা যাই হোক, ব্যাটে রান করে যাচ্ছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা মোহাম্মদ আশরাফুল। বিকেএসপিতে আজ অগ্রণী ব্যাংক ক্লাবের বিপক্ষে ১৩৭ বলে করেছেন অপরাজিত ১০৩। চলতি ঢাকা লিগে এটা তার চতুর্থ সেঞ্চুরি। দীর্ঘ দিন পর ঢাকা লিগে ফিরে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হবার কৃতিত্ব দেখালেন মোহাম্মদ আশরাফুল।
এ দিন ৭২ রানে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। আর সেঞ্চুরি আসে ৮ চার ও ২ ছ্ক্কায়। আশরাফুলের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করার কলাবাগানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৪৬। ৪৬ রানে ২ উইকেট নেন অগ্রণী ব্যাংকের সৌম্য সরকার।