
স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে নাঈম ইসলামের সেঞ্চুরির ওপর ভর করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৫৪ রান করেছে কলাবাগান ক্রীড়াচক্র।রবিবার বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টসে জিতে কলাবাগান ক্রীড়াচক্র প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলীয় ৪০ রানে দুই ওপেনারকে হারালেও অধিনায়ক নাঈম ইসলামের সেঞ্চুরিতে সম্মানজনক স্কোর গড়ে কলাবাগান। নাঈম ৯৫ বলে ১০৪ রান করেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে তাপস বৈশ্য ও জীবন মেন্ডিস তিনটি করে উইকেট নেন।