স্টাফ রির্পোটার :ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে জাতীয় পার্টির (জাপা) ফরম বিতরণ চলেছে। আজ রোববার সকাল থেকে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে এই ফরম বিতরণ শুরু হয়।
হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
জাপার পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম বিতরণের সময় জাপার প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির প্রার্থীরা অনেক ভালো করবে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। তাই সকল নির্বাচনেই জাতীয় পার্টি অংশগ্রহণ করে।’
ঢাকা উত্তর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. ইসমাইল হোসেন (ওয়ার্ড-৩৯), মো. শামসুল হক (ওয়ার্ড-৪৬), সাইফুল ইসলাম জুয়েল (ওয়ার্ড-৪৬), রফিকুল ইসলাম (ওয়ার্ড-৪৪), বজলুর রহমান মৃধা (ওয়ার্ড-৩৯), জাকির হোসেন হান্নান (ওয়ার্ড-৩৮), এস এম আমিনুল হক সেলিম (ওয়ার্ড-২১), মো. জহিরুল ইসলাম মিন্টু (ওয়ার্ড-৪১), মো. ফাইজুল ইসলাম (ওয়ার্ড-৪৪), মো. আলাউদ্দিন আলাল (ওয়ার্ড-৫৪), মো. বোরহান উদ্দিন (ওয়ার্ড-৫০), ইব্রাহিম হোসেন (ওয়ার্ড-৫২) এবং মো. মহিবুর রহমান (ওয়ার্ড-৪৩)।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক মো. আনিস উর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার।