জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধ ঃ দিরাই-শাল্লা থেকে বার বার নির্বাচিত আন্তর্জাতিক নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দিরাই উপজেলা অওয়ামীলীগ। গতকাল শনিবার বিকেলে দিরাই পৌরশহরের আওয়ামীলীগ কার্যালয়ের সামন থেকে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা পয়েন্টে সমাবেশ মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহসভাপতি সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা ছাদ উদ্দিন, বিকাশ রায়, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিত রায়, মোহন চৌধুরী, ইকবাল সরদার, হাইয়ুম তালুকদার,প্রমুখ। এছাড়া শুক্রবার রাতে প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করে উপজেলা ও পৌর যুবলীগ।