ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | ‘ডা. ইমরান চট্টগ্রামে গেলেই হরতাল’

‘ডা. ইমরান চট্টগ্রামে গেলেই হরতাল’

স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : গণজাগরণ মঞ্চের তরফে চট্টগ্রামের হেফাজতে ইসলামের সঙ্গে আলোচনার যে প্রস্তাব দেয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে ধর্মভিত্তিক দলটি। সেই সঙ্গে, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার চট্টগ্রামে গেলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাইনুদ্দীন রূহী বলেন, ‘ইসলাম ও মহানবী (স.) নিয়ে কটূক্তিকারীদের সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই। তারা যদি চট্টগ্রামে আসে তবে হরতালের ডাক দেয়া হবে।’ এক পর্যায়ে তিনি বলেন, ‘ডা. ইমরান যদি আজকে (বুধবার) চট্টগ্রামে আসেন, তবে এই মুহূর্ত থেকে হরতাল দেব।’

শাহবাগের আন্দোলনকারীদের নাস্তিক দাবি করে এ নেতা বলেন, ‘ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা হবে না। তারা সমাবেশ স্থগিত করায় আমরা হরতাল স্থগিত করেছি। তার মানে এ নয় যে, আমরা আমাদের অবস্থান থেকে সরে এসেছি।’

এদিকে মঙ্গলবার রাতে গণজাগরণ মঞ্চের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, সমাবেশ না করলেও বুধবার চট্টগ্রাম যাবে ঢাকার গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধি দল। সফরকালে তারা চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ, আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে আলোচনা করবে।  আলোচনায় গণজাগরণ মঞ্চ সম্পর্কে জামায়াত-শিবিরের ছড়ানো বিভ্রান্তের বিষয়টি খোলাসা করা হবে। এ জন্য হেফাজতে ইসলামকে একটি প্রস্তাবও দেয়া হয়েছিল বলে জানানো হয়।

বিবৃতিতে ডা. ইমরান এইচ বলেন, আমরা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়েছি, আমরা ধর্মপ্রাণ মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। জাগরণের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা আমাদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।

চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশ করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। সমাবেশস্থল চট্টগ্রাম শহরে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। হেফাজতে ইসলাম নামে একটি ধর্মভিত্তিক সংগঠন চট্টগ্রামে হরতাল ডাকা ও একই স্থানে সমাবেশ করতে চাওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়। যদিও সমাবেশ স্থগিত করার পর হরতালও প্রত্যাহার করে নিয়েছে হেফাজতে ইসলাম।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...