বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর। মোবাইল এ্যাপের সাহায্যেই এবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাবে। নতুন এই এ্যাপে ব্যক্তিগত স্বাস্থ্য মনিটরিং ক্ষমতা রয়েছে।
‘ক্লাউড’ ইন্টারনেট টেকনোলজি ব্যবহার করে মোবাইল ফোন অ্যাপ এবং সেন্সরে ধারণকৃত তাৎক্ষণিক রক্তের সুগার পরিমাপ করা হয়।
ব্যবস্থাটি ইতিমধ্যেই ডায়াবেটিস আক্রান্ত অ্যাথলেটদের ওপর পরীক্ষা করা হয়েছে, যারা ২১০০ কিলোমিটার দীর্ঘ এক সাইক্লিং প্রতিযোগিতায় সমগ্র ইউরোপ ঘুরেছেন।
ব্রিটেনে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত। এই ‘ব্লাড সুগার মনিটরিং’ ব্যবস্থাটি ম্যারাথন দৌঁড়বিদ এবং দূরপাল্লার সাইক্লিস্টদের জন্য অত্যন্ত কার্যকরী হবে।
সূত্র: বিবিসি অনলাইন