ব্রেকিং নিউজ
Home | বিবিধ | আইন অপরাধ | ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিককে হত্যার হুমকি দিলেন ১ নং- ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের নেতা 

ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিককে হত্যার হুমকি দিলেন ১ নং- ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের নেতা 

ঠাকুরগাঁও জেলায় তিন সাংবাদিকের পিঠের চামড়া তুলে হত্যার হুমকি দিয়েছেন জেলা যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর। ১ অক্টোবর শুক্রবার রাতেই এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন সাংবাদিকরা। ( ১ অক্টোবর) রাতে সংবাদ সংগ্রহ কালে তাদের( ৩ সাংবাদিক) এই হুমকির সম্মুখীন হতে হয়। হুমকির স্বীকার এই তিন সাংবাদিক হলেন– ঠাকুরগাঁও জেলায় কর্মরত জাগো নিউজের প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিংবিডির প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল ও স্থানীয় পত্রিকা লোকায়নের নিজস্ব প্রতিবেদক সোহেল রানা।

এই ঘটনা ঠাকুরগাঁও জেলার সচেতন জনসাধারণ জানার পর থেকেই নিন্দার ঝড় উঠে। অনেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে নিন্দা জানিয়েছে। জানাযায়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে ১ অক্টোবর শুক্রবার সন্ধায় একটি সংবাদের তথ্য সংগ্রহে য়ায় ,এই তিন সাংবাদিক। তথ্য ছিলো যে, অবৈধ কিছু সংখ্যক বিড়ির বস্তা আটক করা । এ বিষয়ে নিয়ে ইউপি চেয়ারম্যান, স্যানিটারি ইন্সপেক্টর ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির অস্বচ্ছতার রয়েছে । ঘটনাস্থলে এর সত্যতা পেয়ে সেই অবৈধ মালের মালিক জতীশ ও নুকুলের সাক্ষাতকার নিতে তার বাসায় যায তারা। তবে অভিযুক্তরা বাসায় না থাকায় ফিরে যায় ,সাংবাদিকরা। ফেরার পথে নুকুলের নাম্বার থেকে সাংবাদিক সোহেল রানার মুঠোফোন কল আসে এবং নুকুল একজনের সাথে কথা বলতে বলে। ঐ ব্যক্তি মুঠোফোনে বলেন, আমি ঠাকুরগাঁও পৌরসভার ১ নং – ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ জামিরুল ইসলাম বলছি, আমার এলাকায় কী কাজে গিয়েছেন? বেশি বারাবারি করবেন না। এমন কথা বলার পর তিনি সাংবাদিকদের গায়ের চামড়া ছিলে ফেলার কথা বলেন ,এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং নানারকম হুমকি সহ হত্যার হুমকি দেন। এই মোঃ জামেরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা সদরের শান্তিনগরে এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও সদর পৌরসভার ১ নং — ওয়ার্ডের কাউন্সিলর। এই বিষয়ে অভিযুক্ত মোঃ জামিরুল ইসলামেরর কাছে হত্যার হুমকীর বিয়ষটি জানতে চাইলে বিয়ষটি এড়িয়ে গিয়ে ফোনটি কেটে দেন। এই বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, এ রকম হুমকি স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। এই কাজটি অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার লক্ষেই করা হয়েছে। এর তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই। হুমকির একটি অডিও রেকর্ড আছে জানিয়ে তিন সাংবাদিক বলেন, আমাদের কাছে । এমন হুমকির পর আমরা মনে করছি স্বাধীন সাংবাদিকতায় তিনি ক্ষমতার দাপটে বাঁধার সৃষ্টি করেছেন। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগিছি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, সাংবাদিকদের হত্যার হুমকীর বিয়ষটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আটোয়ারীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কার্যকলাপ

পঞ্চগড়ের আটোয়ারীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকায় এক ...

রাণীশংকৈলে ইয়াবা সহ আটক ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে আটক করেছে থানা পুলিশ। ...