দীর্ঘ এক বছর তালাবদ্ধ ছিল শ্রমিকদের আইডি কার্ড। পরে সমাবেশ থেকে সংগঠনের কার্যালয়ের তালা ভেঙ্গে সে গুলো বুঝে নেয় তারা
নির্বাচিত কমিটিকে ক্ষমতা হস্তান্তর না করা এবং সংগঠনের কার্যালয়ের দায়িত্ব বুঝিয়ে না দেওয়াসহ সংগঠনের শ্রমিকদের জমাকৃত টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ সমাবেশ থেকে তালা ভেঙ্গে কার্যালয়ের দায়িত্ব নিয়েছে ঠাকুরগাঁও বেসরকারি বৈদ্যুতিক কারিগর শ্রমিকরা।
রোববার (৩ অক্টোবর) রাত ৯টায় জেলা শহরের চৌরাস্তা সংলগ্ন নিউ মার্কেটে ঠাকুরগাঁও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা তালা ভেঙ্গে নিজেদের কার্যালয়ের দায়িত্ব বুঝে নেয়।
এ সময় সংগঠনের নির্বাচিত সভাপতি আবুল কালাম জানান, সংগঠনে প্রায় ৪২৩ জন বৈদ্যুতিক কারিগর শ্রমিক রয়েছে। ভোটের প্রায় এক বছর হয়ে গেলেও বিগত কমিটির লোকেরা তাদের দায়িত্ব ও কার্যালয়ের চাবি হস্তান্তর করেননি। তারা সংগঠনের শ্রমিকদের জমাকৃত ৮ লাখ টাকারও কোনো হিসেব দিচ্ছে না।
তিনি বলেন, ‘এভাবে আমাদের সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। তাই বিক্ষুব্ধ শ্রমিকরা আজ তালা ভেঙ্গে নিজেদের অধিকার আদায় করেছে।’
সংগঠনের সাধারণ সদস্য সোহেল বলেন, ‘আমরা যারা সাধারণ শ্রমিকরা রয়েছি তাদের আইডি কার্ডও অফিসে তালাবদ্ধ ছিল। আমরা রাতে কাজ থেকে ফিরলে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে আইডি কার্ড না থাকায়। তাই আমরা কার্য়ালয়ের ভেতরে ঢুকে প্রথমেই নিজেদের পরিচয়পত্র বুঝে নিয়েছি।’
এদিকে সংগঠনের সাবেক সভাপতি চঞ্চল বাবুর কাছে ক্ষমতা হস্তান্তর এবং টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো টাকা আত্মসাত করিনি। এগুলো মিথ্যে অভিযোগ। তাছাড়া তারা অফিসের তালা ভেঙ্গে দখল নিয়েছে। তাই আমরা আইন ও প্রশাসনের স্মরণাপন্ন হবো।’
মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও: