রফিকুল ইসলাম রোহান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এক ডেন্টাল চিকিৎসকের উপর এসিড নিক্ষেপ করেছে দূবৃর্ত্তরা। শুক্রবার রাতে গড়েয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের ডেন্টাল চিকিৎসক মোস্তাফিজুল রহমান লিটন শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে একদল দূবৃর্ত্ত তাকে লক্ষ করে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
মোস্তাফিজুর রহমান লিটন সদর উপজেলা ভূল্লী গোগুলা ডাঙ্গী এলাকার কুদ্দুসের ছেলে।
অ্যাসিড দগ্ধ মোস্তাফিজুর রহমান লিটন জানান, আমার দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে কিছুদিন ধরে বিরোধ চলছিল। তারাই এ ঘটনা ঘটিয়েছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, এ ঘটনায় অ্যাসিড আইনে একটি মামলা দায়ের হয়েছে। তবে অ্যাসিড নিক্ষেপকারীদের চেনা যায়নি।