রফিকুল ইসলাম রোহান , ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নি দেবী মহিলা ডিগ্রি কলেজে ডোনেশন গ্রহণ করেও শিক হিসেবে নিয়োগ দানে টালবাহানা করায় খাসিরুল ইসলাম (২৬) নামে এক চাকুরী প্রত্যাশি যুবক বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে।
এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী কলেজ গেটে টায়ার জ্বালিয়ে বিােভ প্রদর্শন করে। শুধু তাই নয় তারা বিােভ মিছিল করে কলেজ সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে। তাৎণিকভাবে নিয়োগ কমিটির সভা স্থগিত করা হয়।
উল্লেখ্য, গিন্নি দেবী মহিলা কলেজে গণিত বিষয়ে নিয়োগ দেওয়ার জন্য খাসিরুল ইসলাম নামে এক চাকুরী প্রত্যাশি যুবকের নিকট কয়েক বছর পূর্বে কলেজ সভাপতি সাড়ে ৪ ল টাকা ডোনেশন হিসেবে গ্রহন করে। বৃহস্পতিবার নিয়োগ কমিটির সভা আহ্বান করা হয়। কিন্তু ওই যুবক টাকা দিয়েও তার চাকুরী হচ্ছে না জেনে বুধবার সন্ধ্যায় কলেজ সভাপতি শ্যাম লাল আগরওয়ালার রুহিয়াস্থ বাসায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে তাৎণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।