রফিকুল ইসলাম রোহান, ঠাকুরগাঁও প্রতিনিধি : আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি এই শোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ২দিন ব্যাপি আয়কর মেলা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন রংপুর অঞ্চলের সহকারী কর কমিশনার মো: সামছুল আলম।
পরে অফিস চত্বরে এক আলোচনা সভা শুরু হয়। এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সাবেক সভাপতি আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন, ঠিকাদার মুরাদ হোসেন, ঠাকুরগাঁও সোনালী ব্যাংক লিমিটেড এর এমডি মানজুরুল ইসলামসহ আরো অনেকে।
চলতি অর্থ বছরে ঠাকুরগাঁও আয়কর কার্যালয়ের আওতায় ১০ কোটি টাকার আয়কর আদায়ের ল্যমাত্রা ধরা হলেও আদায় হয়েছে ৯ কোটি ১৩ ল টাকা।
প্রথম দিন থেকে গ্রাহকদের ২০১৩-১৪ কর বর্ষের রিটার্ন গ্রহন, ব্যাংক বুথে আয়কর জমা দেওয়ার ব্যবস্থা, ই-টিআইএন রেজিষ্ট্রেশন-রি-রেজিষ্ট্রেশন ও আয়কর সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। আগামীকাল শুক্রবার পর্যন্ত এ মেলা চলবে।