ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় বসার পরিবেশ যুক্তরাষ্ট্রই নষ্ট করে ফেলেছে বলে দাবি করেছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় তার দেশের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের আগ্রহের জবাব দিয়ে বলেছেন, পরমাণু সমঝোতা ও আলোচনার টেবিল থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকা যেন নিজেকে দায়ী করে। হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করা যাবে না বলেও তিনি উল্লখ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের জনগণ ও আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।
ট্রাম্প সোমবার জানান, তিনি ইরানের সঙ্গে ‘নিঃশর্ত’ আলোচনায় বসতে চান। তবে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এবং নিষেধাজ্ঞা আরোপের কারণে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে অপারগতা প্রকাশ করেছে ইরান।