নুর হাকিম আনোয়ার, টেকনাফ : সরকারী অর্থ পুকুর চুরি ও লুটপাট প্রকল্প নামে খ্যাত ও সমালোচিত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী টেকনাফে আবারও শুরু হচ্ছে। টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়নে ২০১৩-২০১৪ অর্থ বছরের ১ম পর্যায়ে ৪ হাজার ৬০৭টি কার্ডের বিপরীতে ৩ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকা এবং নন-ওয়েজ কস্ট খাতে ৪১ লাখ ৩৬ হাজার টাকা মোট ৪ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। আগামী ১৯ অক্টোবর এ সংক্রান্ত উপজেলা কমিটির সভা ডাকা হয়েছে। প্রতিটি ইউনিয়নে অনধিক ৯টি প্রকল্প ও উপকারভোগীদের তালিকা ইউনিয়ন কমিটি এবং ট্যাগ অফিসারের মাধ্যমে প্রণয়ন করে ৩ প্রস্থ তালিকা সহ চুড়ান্ত অনুমোদনের জন্য ইউপি চেয়ারম্যানগণকে আবশ্যিক ভাবে এ সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। তাছাড়া কাজ শুরু করার আগে আবশ্যিক ভাবে শ্রমিকদের ব্যাংক হিসাব খূলতে এবং পিআইও, ট্যাগ অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কর্ত্তৃক জব কার্ড ও হিসাব বিবরণী বহি বিধিমতে দাখিলের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে। ইউনিয়নওয়ারী বরাদ্দ হচ্ছে- হোয়াইক্যং ৭০০ কার্ড, হ্নীলা ৮০০ কার্ড, টেকনাফ সদর ১২০০ কার্ড, সাবরাং ১০০০ কার্ড, বাহারছড়া ৬০০ কার্ড, সেন্টমার্টিনদ্বীপ ৩০৭ কার্ড। ১৫ সেপ্টেম্বর দুপুরে টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জহিরুল ইসলাম উক্ত তথ্য নিশ্চিত করে বলেন- অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের প্রধান উপদেষ্টা এমপি আাবদুর রহমান বদির পরামর্শে ও এ সংক্রান্ত উপজেলা কমিটির সম্মতিক্রমে জনসংখ্যা এবং আয়তন অনুপাতে উক্ত উপ-বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, সরকার প্রতি বছর ২ পর্যায়ে উক্ত কর্মসূচী বাস্তবায়নে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে আসছে। কিন্তু প্রত্যেক বারই কাজের কাজ কিছুই হয়না। সচেতন মহলে এই প্রকল্পকে “লুটপাট প্রকল্প” নামে অভিহিত করে থাকেন। তবে, এ প্রসংগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিন অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, সরকারী পরিপত্র অনুযায়ী এবারে অবশ্যই কাজ বাস্তবায়ন করা হবে। কোন ধরনের অনিয়ম দূর্নীতি আত্মসাৎ ও লুটপাট করতে দেয়া হবেনা।