নুর হাকিম আনোয়ার,টেকনাফ : টেকনাফ উপজেলা পিপলস ফোরামের আয়োজনে এক সভা অনুষ্টিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় বন বিভাগের বন বিশ্রামাগার মিলনায়তনে এ সভা শুরু হয়। মোহাম্মদ আমিনের পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে সভায় সভাপতিত্ব করেন সভাপতি মৌলভী মোঃ আব্দুল করিম। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দণি বনবিভাগের প্রধান বন সংরক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ক্রেল প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ শফিকুর রহমান ও টেকনাফ অফিসের ম্যানেজার নেচার আহমেদ, জীবিকায়ন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান। সভা পরিচালনা করেন এনপিএন ফ্যাসিলেটেটর নাজমুল আবেদীন। এতে টেকনাফ উপজেলার প্রত্যেক সিপিভি কমিটির ২ জন করে সর্বমোট ৯৬ জন সিপিভি সদস্য অংশগ্রহণ করেন। সভায় সিপিভি কমিটির পে বক্তব্য রাখেন, মাহমুদা বেগম ও হেলাল উদ্দীন। সভায় আগত বক্তারা বলেন, জীববৈচিত্র সংরণ ও প্রাকৃতিক সম্পদ রার্থে সকলের ভূমিকা অপরিসীম। পরিবেশ রার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি এবং উজ্জীবিত করার জন্য সকলে মিলেমিশে দায়িত্ব নেওয়ার অংগীকার ব্যক্ত করেন।