ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | টেকনাফশাহপরীরদ্বীপনাফনদীর মোহনা থেকে আরো ৭ রোহিঙ্গার মৃতদেহউদ্ধার

টেকনাফশাহপরীরদ্বীপনাফনদীর মোহনা থেকে আরো ৭ রোহিঙ্গার মৃতদেহউদ্ধার

কক্সবাজারের টেকনাফেরশাহপরীরদ্বীপনাফনদীর মোহনায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে স্থানীয়রা জানিয়েছে প্রবল ¯্রুতের তোড়ে মিনমারের রোহিঙ্গা নাগরিকদের বহনকারী অন্তত ৮টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় ৭ রোহিঙ্গা নারী, শিশুরমৃতদেহউদ্ধারকরাহয়েছে। আজবুধবারসকালেশাহপরীরদ্বীপস্থ মাজারপাড়া, মিস্ত্রিপাড়া ও পশ্চিমপাড়ানাফনদীর গোলারচরমুখ থেকে এসবমৃতদেহউদ্ধারকরাহয়। মিয়ানমারেররাখাইনরাজ্য থেকে বাংলাদেশে পালিয়েআসার পথে সাগরে নৌকাডুবিরঘটনায়আরও ৭জনের মরদেহ ভেসেএসেছেবলেজানিয়েছেন স্থানীয়রা।অপরদিকে টেকনাফনাফনদীরবিভিন্নপয়েন্টদিয়েঅনুপ্রবেশেরসময় ২৬৪৯ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরতপাঠিয়েছেবিজিবি। টেকনাফশাহপরীইউনিয়নপরিষদের সদস্য ফজলহক ও নূরুলআমিনজানান, সকালথেকে ৭ জনেরমরদেহ সাগরতীরেপাওয়াযায়। বিষয়টি স্থানীয়প্রশাসনকেজানানোহয়েছে। টেকনাফমডেল থানারওসিমাইনউদ্দিনখানজানান, তীরে ৭টি লাশপড়েরয়েছেবলে স্থানীয়রাতাকেজানিয়েছেন। এবিষয়ে খোঁজ খবর নেওয়াহচ্ছে।মিয়ানমারেনতুনকরেসংহিসপরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে ৬৫ রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে। কোষ্টগার্ড জানিয়েছে, তারামৃতদেহউদ্বারকাজচালিয়েযাচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত জেলাম্যাজিষ্ট্যেটখালেদ মাহমুদ সীমান্তেনিয়োজিতবিজিবিরবরাতবলেন, আজ ভোর থেকে টেকনাফনাফনদীরবিভিন্নপয়েন্টদিয়েঅবৈধভাবেঅনুপ্রবেশের চেষ্টারসময়২৬৪৯ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরতপাঠিয়েছেবিজিবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...