গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নব নিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ রশিদুল হক। বৃহস্পতিবার সকালে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাযাত করেন তিনি।
এসময় ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশলের ভান্ডার সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমান, খুলনা সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকবর আলী, টুঙ্গিপাড়া পৌর সভার মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।