ভারতের কাছে প্রথম টি-টোয়েন্টি হারার পর র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে চলে যায় পাকিস্তান। মঙ্গলবার রাতে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ শেষে সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। তালিকায় নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছে পাকিস্তান আর পঞ্চম অবস্থানেই আছে টিম ইন্ডিয়া। দুইয়ে নেমে গেছে নিউজিল্যান্ড।
১২৪ রেটিং নিয়ে টি-টোয়েন্টির এক নম্বর দল পাকিস্তান। নিউজিল্যান্ডের সমান ১২০ রেটিং হলেও ভগ্নাংশ হিসেবে পিছিয়ে কিউইরা। ওয়েস্ট ইন্ডিজ আছে তিনে। তাদের রেটিংও ১২০। কিন্তু নিউজিল্যান্ডের চেয়ে বেশি ম্যাচ খেলায় পিছিয়ে স্যামিরা। চারে ইংল্যান্ড আর পাঁচে ভারত। দশম স্থানধারী বাংলাদেশের অর্জন ৭৬ রেটিং।
টি-টোয়েন্টির শীর্ষ দশ
পজিশন | দল | ম্যাচ | রেটিং |
১ | পাকিস্তান | ২৩ | ১২৪ |
২ | নিউজিল্যান্ড | ১৬ | ১২০ |
৩ | ওয়েস্ট উন্ডিজ | ২০ | ১২০ |
৪ | ইংল্যান্ড | ১৭ | ১১৯ |
৫ | ভারত | ২৫ | ১১৯ |
৬ | দক্ষিণ আফ্রিকা | ২০ | ১১২ |
৭ | অস্ট্রেলিয়া | ১৫ | ১১১ |
৮ | শ্রীলঙ্কা | ২৪ | ৯১ |
৯ | আফগানিস্তান | ২৫ | ৮৬ |
১০ | বাংলাদেশ | ১৭ | ৭৬ |