স্টাফ রিপোর্টার, ৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বিএনপির ডাকা হরতালের মধ্যে টিএসসির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মোটর সাইকেল যোগে এসে দু’জন যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিযে যায়।
এতে কেউ হতাহত হয়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র-ছাত্রীদের ছোটাছুটি করতে দেখা যায়।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী মামলায় রায় ঘোষণা করার পর সারা দেশে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।