জিয়া হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের বটতলা রফিক রাজু ক্যাডেট একাডেমির শিক জুয়েল (২৫) এর বিরুদ্ধে একই এলাকার ১৬ মাসের এক শিশুকে ধর্ষনের অপচেষ্টা অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে শিশুটির পিতা টাঙ্গাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শিশুটির বাবা আতিকুর রহমান জানান, শহরের বটতলা রফিক রাজু ক্যাডেট একাডেমির শিক জুয়েল এক শিার্থীর খোঁজখবর নিতে গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় তার বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে যান। এসময় ওই শিার্থীর ঘরে বাইরে শিশু কন্যাটিকে জুয়েল কোলে তুলে নেয়। কিছুন পর শিশুটি চিৎকার করতে থাকে। পরে শিশুটির মা চিৎকার শুনে এগিয়ে এলে জুয়েল পালিয়ে যায়। শিশুটির এ অবস্থা দেখে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে ধর্ষনের অপচেষ্টা চালানো কথা জানান।
এদিকে ঘটনার পর থেকেই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু বিষয়টি কোন সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা টাঙ্গাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর হাসপাতালে মেয়েটিকে দেখে এসেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। তবে শিক জুয়েল পলাতক রয়েছে।