জে সাহা জয়, টাঙ্গাইল প্রতিনিধি,৮ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞার নেতৃত্বে এতে টাঙ্গাইল মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বেসরকারী উন্নয়ন সংস্থার লোকজন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ নেয়।