জিয়া হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান, মহাসড়কের নাটিয়াপাড়ায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ট্রাক এক পথচারীকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে দ্রুত মির্জাপুর উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। দুর্ঘটনার বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।