জে সাহা জয়,টাঙ্গাইল প্রতিনিধি, ৪ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : দেশব্যাপী জামায়াত ইসলামীর ডাকে ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে টাঙ্গাইলে ঢিলে ঢালা ভাবে পালিত হচ্ছে । শহরে রিক্সা ও ট্যাম্পু চলাচল স্বাভাবিক রয়েছে । শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপালার বাস না চললেও ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে। টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে উপজেলা শহরের সাথে যাত্রীবাহী বাস সিএনজি চলাচল করছে। হরতালের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।