জে সাহা জয়,টাঙ্গাইল প্রতিনিধি, ৪ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
গতকাল রোববার বিকেলে বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক পর্যায়ের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ১৯ পদাতিক ডিভিশন ২৪ পদাতিক ডিভিশনকে ৬২-৫০ স্কোরে পরাজিত করে। এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে ১২টি দল অংশ গ্রহন করছে। আগামী ১০ মার্চ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।