জিয়া হোসেন, টাঙ্গাইল থেকে : টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে শুক্রবার দুপুরে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গোপালপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে সোনামুই বাজারে বন্যা কবলিত পশ্চিম শাখারিয়া, চক ভরুয়া, চক সোনামুই ও চর সোনামুই এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
ক্ষতিগ্রস্থ ৩শ’ পরিবারের মাঝে ৭ টন চাল ও নগদ ১লক্ষ টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য, যমুনার নজীরবিহীন ভাঙ্গনে হারিয়ে গেছে গোপালপুরের মানচিত্র থেকে শতাব্দী প্রাচীন ৪টি জনপদ।