জে সাহা জয়,টাঙ্গাইল প্রতিনিধি, ১০ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের করটিয়ায় দু’গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছে। এসময় ঘর-বাড়ী, ব্যাসাপ্রতিষ্ঠান ভাংচুর, আগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে।
আজ রোববার দুপুরে সদর উপজেলার করাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় কিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হচ্ছেন, ব্যবসায়ী কালু মিয়া, সবুর মিয়া, শুকুর মিয়া, আমেনা বেগম, দেলু মিয়া, সজিব, আমছের, সাইফুল, লিটন ও শাহজাহান।
প্রত্যদর্শীরা জানান, বীরপুশিয়ার প্রায় দুই শতাধিক গ্রামবাসী মূখ বেঁধে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ঢাকা-করটিয়া সড়কের করাতিপাড়া গ্রামে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। এসময় করাতিপাড়ার গ্রামবাসী বাধা দিলে তাদেরকে এলোপাথারী মারপিঠ ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়ী-ঘরে ভাংচুর এবং লুটপাট চালায়। এতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান, একটি কাজী অফিস ও একটি কিনিকসহ ২০ বাড়ীতে লুটপাট করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় চল্লিশ ল টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে গ্রামবাসীরা দাবী করেন।
এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা ডিউটিরত টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম জানান, বীরকুশিয়া ও করাতিপাড়া গ্রামবাসীদের মধ্যে দীর্ঘ দিন যাবৎ আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে করাতিপাড়া গ্রামবাসীরা জাহাঙ্গীর নামের বীরকুশিয়ার এক যুবককে মারপিট করে। এ খবর ছড়িয়ে পরলে বীরকুশিয়া গ্রামবাসী একত্রিত হয়ে করতিপাড়ায় হামলা চালায়। এ ঘটনা পর থেকে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে দু’পে কেউ থানায় লিখিত কোন অভিযোগ করেনি।