বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর দেশীয় চলচ্চিত্রের জন্য গান গাইলেন ন্যান্সি। প্রদীপ সাহার কথায়, আবিদ রনির সুর ও সঙ্গীতায়োজনে ‘তোমার জন্য পৃথিবীকে করতে পারি পর’ শিরোনামে একটি রোমান্টিক গান গাইলেন ন্যান্সি। মঙ্গলবার সিম্পনী রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে।
ইস্টার্ন মোশন পিকচার্স এর ব্যানারে সোহরাব হোসেনের প্রযোজনায় তারুণ্য নির্ভর গল্পের, ভিন্ন স্বাদের প্রেমের ছবি টম এন্ড জেরির গানটি গেয়েছেন ন্যান্সি। ছবিটি পরিচালনা করছেন বিজ্ঞাপনচিত্র ও নাট্য নির্মাতা মনিরুল ইসলাম সোহেল। গানটির শ্রোতাপ্রিয়তার বিষয়ে গীতিকার, সুরকার, শিল্পী ও পরিচালক খুবই আশাবাদী।
তারা জানিয়েছেন, অনেকদিন পর দেশীয় চলচ্চিত্রের দর্শকরা আরো একটি শ্রুতিমধুর গান শুনতে পাবেন। গানটির শ্যুটিং করা হবে মালদ্বীপের বিভিন্ন মনোরম লোকেশনে। টম এন্ড জেরি ছবিটি নির্মাণ হবে সম্পূর্ণ এইচডি প্রযুক্তিতে।
পরিচালক মনিরুল ইসলাম সোহেল জানিয়েছেন, অক্টোবরের প্র্রথম সপ্তাহে ছবিটির শ্যুটিং শুরু হবে।