জাহিদুল হক মনির, (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজে নবীন বরণ এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়ন, বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে কলেজ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি ও পুলিশ সুপার রফিকুল হাসান গণি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম, কলেজ অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, শিক্ষার্থী উম্মে কুলসুম কান্তা প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।