জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ধারাপানি গ্রামে ওই ঘটনা ঘটে। মরিয়ম ওই গ্রামের জামান উদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, রোববার বিকালে মরিয়ম হাঁটতে হাঁটতে বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।