আবুল হাসান মৃধা, ঝালকাঠি : আগামী ২৭ সেপ্টেম্বর ঝালকাঠি আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষ্যে দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যেই এই নির্বাচনের ভোটার তালিকায় ভূয়া ভোটার করার দাবি করে শ্রমিক দলের পক্ষ থেকে খুলনা বিভাগীয় শ্রম আদালতে মামলা দায়ের করা হয়। খুলনা বিভাগীয় শ্রম আদালতের নোটিশ জারীকারক মো. বাবুল হাওলাদার গতকাল বৃহস্পতিবার আদালতের এ সংক্রান্ত নোটিশ ঝালকাঠি শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। নোটিশ পেয়েছেন বলে জানান নির্বাচনে অংশগ্রহনকারীরা। এতে মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্টিত হতে না পারে সে জন্য অস্থায়ী ও অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আদালত নোটিশে কেন নিষেধাজ্ঞার আদেশ হবেনা নোটিশ প্রাপ্তির ৭ দিনে মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেন। এনিয়ে জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক শ্রমিক ইউনিয়ন সভাপতি টিপু সুলতান দাবি করেছেন, ভূয়া শ্রমিক ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করে নির্বাচনের পাঁয়তারা চলছে। তা হতে দেয়া হবেনা। অপরদিকে শ্রমিকলীগ নেতা ও সাবেক শ্রমিক ইউনিয়ন সম্পাদক বাহাদুর চৌধূরী এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটা সঠিক নয়। নির্ধারিত তারিখেই নির্বাচন হবে। এব্যাপারে শ্রম আদালতের নোটিশের জবাব দেয়া হবে। এ নির্বাচন নিরপেক্ষ হবেনা বলেই বাদীর আবেদনের প্রেক্ষিতে ২০০৬ সনের শ্রম আইনের ২১৬(১) (ছ) ধারায় ৬ বিবাদীদের ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ দেয় আদালত।