আবুল হাসান মৃধা, ঝালকাঠি :ঝালকাঠি সদর উপজেলার পিরন্ডা গ্রামে শাহানাজ আক্তার বিথী (২০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। বিথী ভ্রুনাই প্রবাসী সাইদুর রহমানের স্ত্রী। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.মান্নান দৈনিক বর্তমানকে জানান, গভীর রাতে বিথী নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে বিথী আত্মহত্যার করছে তা জানতে পারেনি ওসি। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।