আবুল হাসান মৃধা, ঝালকাঠি : ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের হাতে এক যুবদল নেতা লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। শহর যুবদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদকে তার বাসার সামনে গিয়ে আনোয়ার গতকাল বিকেলে মুঠোফোনে অশালীন ভাষায় গালিগালাজ করে। যুবদল নেতা শহিদ বাসা থেকে বের হলে তাকে অপ্রসাঙ্গিকভাবে অশালীন আচরণ ও লাঞ্ছিত করে বলে তিনি অভিযোগ করেছেন। যুবদল নেতা শহিদ জানান, বিনা অপরাধে ও কোন অভিযোগ ছাড়াই শহরের পালবাড়িস্থ কবির আহমেদ (বড় ভাই)এর সিফাত এন্টারপ্রাইজের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ মারতে উদ্ধত হয় এসআই আনোয়ার। অপরাধ জানতে চাইলে দুই মাস পূর্বে একটি মোটর সাইকেলের বিষয় তোলে। সেখানে শহিদের কোন সম্পৃক্ততা নেই। কি কারণে তাকে হেনস্থা করা হল এ বিষয়ে সদর থানার ওসিকে অবহিত করলে এসআই আনোয়ার এতে আরো ক্ষিপ্ত হয়। ওই দিন দুপুরে পালবাড়িস্থ শহিদের বাসা সংলগ্ন কায়েদ বেকারীর সামনে গিয়ে পুনরায় হুংকার দিয়ে বলে আমার চাকরি গেলেও শহিদকে আমি দেখে নেব। এর পূর্বে ছাত্রলীগ নেতা তানভীর হোসেন অনিককে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ সুপার কার্যালয়ে ডিআইও-১ মিজানুর রহমান ও সদর থানার ওসি আ. মান্নানের মধ্যস্থতায় রক্ষা পায়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন দলের নেতাকর্মীদের লাঞ্ছিত, অশালীন আচরণ ও অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।