আবুল হাসান মৃধা, ঝালকাঠি: ঝালকাঠিতে জিহাদী বই, পোষ্টারসহ দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০ টায় শহরের এলজিইডি ভবনের পিছনে হাবিবুর রহমানের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইফুল হোসেন বগুড়া জেলায় ও সাইফুল ইসলাম এর বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ আ. মন্নান দৈনিক বর্তমানকে জানান, নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর পায়তারার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিহাদী বই, কিছু পোষ্টারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।