আবুল হাসান মৃধা, ঝালকাঠি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বাসভবনে ককটেল হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইঁয়া জুয়েলসহ কেন্দ্রীয় ৫ ছাত্রদল নেতার বিরুদ্ধে পুলিশের চার্জশীট দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঝালকাঠি জেলা ছাত্রদল। মঙ্গলবার সকালে শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম- আহ্বায়ক মিজানুর রহমান মুবিন, ছাত্রদল নেতা হেদায়াতুল ইসলাম সোহেল, গিয়াস সরদার প্রমুখ।
৮