আবুল হাসান মৃধা , ঝালকাঠি প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাইর পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, যে যেমন সে তেমন লোককে নেতা মানে। আমাদের নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)। কেয়ামতের দিন প্রত্যেককে তার নেতার সাথে ডাকা হবে। দেশের পরিস্থিতি কি হবে তা ভোটের মাধ্যমে যেমন নির্ধারণ করা হয়। তেমন ভোটের মাধ্যমে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা, আইন দাড়ি টুপি, মসজিদ, মাদ্রাসা, পর্দা এবং মদ, পতিতালয়, জুয়া, সুদ, ঘুষ এর আইন পাশ করা হয়। আজ বিকেলে ঝালকাঠি জেলা কর্মী তারবিয়াত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মুসলমানের ভোট ইসলামের পক্ষে ফিরিয়ে আনতে আমরা রাজনীতিতে এসেছি। ১ লাখ মুসল্লির মধ্যে ইমাম থাকেন ১ জন। সবাই যেমন ইমামতি করতে পারে না। তেমনি রাজনীতিতে সবাই নেতার দায়িত্ব পালন করতে পারেনা। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা সভাপতি ডা. সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশ্রাফ আলী আকন। উপস্থিত ছিলেন, মাওলানা সেকেন্দার আলী সিদ্দিকী, অধ্যাপক সৈয়দ খলিলুর রহমান, মো. শাখাওয়াত হোসেন, অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম প্রমুখ।