আবুল হাসান মৃধা, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে শেফা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জেলা শহরের স্টেশন রোড এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। গৃহবধূ শেফা স্টেশন রোড এলাকায় বাসিন্দা শামিম তালুকদার নয়নের স্ত্রী। নিহত হওয়ার পর থেকেই শেফার স্বামী নয়ন তালুকদারসহ পরিবারের সকল সদস্যরা পলাতক রয়েছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিডিটুডে ২৪ডটকমকে জানান, নিহত গৃহবধূর স্বামী শামীম তালুকদার নয়ন শনিবার দুপুরে শেফাকে মৃত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শেফা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।