আবুল হাসান মৃধা, ঝালকাঠি :
ঝালকাঠি থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজাসহ ৩ যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হল বাসস্ট্যান্ড এলাকার বেলাল সিকদার (৩০), মনির সিকদার (২১) এবং সোহাগ সিকদার (২৭)। গতকাল সোমবার সকাল ১০ টায় ও দুপুর সোয়া ১২ টায় এঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার এসআই হালিম তালুকদার শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে বেলাল ও মনিরকে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঝালকাঠি পরিদর্শক মালেক তালুকদার ও কনস্টেবল জিন্নাত আলী শেখ সোহাগকে গাজাসহ আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৯(১) ধারায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ ইকবাল বেলাল ও মনিরকে এবং অপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুবুর রহমান শেখ সোহাগকে পৃথকভাবে প্রত্যেককে ৬ মাসের দন্ডাদেশ দিয়ে কারাগাওে প্রেরণ করেছে।