আবুল হাসান মৃধা, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের কৃষক আ: মান্নান হাওলাদার খুনের ঘটনায় ঝালকাঠি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে । নিহতের স্ত্রী মাকছুদা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন ।
মামলায় একই গ্রামের আ: রশিদ মাঝী ও তার পুত্র জাহিদুল হোসেন ওরফে গঠনকে আসামী করা হয়েছে । গত শুক্রবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় কৃষক আ: মান্নান হাওলাদার । রশিদ মাঝির সাথে নিহতের জমি নিয়ে বিরোধ চলছিল ।