আবুল হাসান মৃধা, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামে আব্দুল মন্নান হাওলাদার মানিক (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শন (এসআই) হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সাকোঁর জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় প্রতিপক্ষদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষক মানিককে এলোপাথারি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা হালিম তালুকদার আরো জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ ঘটনায় নিহত কৃষক মানিকের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।