আবুল হাসান মৃধা, ঝালকাঠি : এইচআইভি প্রতিরোধমূলক সেবাপ্রদানের লক্ষ্যে ঝালকাঠিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের প্রতিনিধিদের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের আল-মারজান মার্কেটে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেসকাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন লাইট হাউজের জেলা ব্যবস্থাপক শেখর চন্দ্র দিপ, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, কাজী খলিলুর রহমান, আক্কাস সিকদার প্রমুখ।