অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি: আগামী নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনের আ’লীগ বিএনপিসহ অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরা এবার ঘরমুখো হচ্ছেন। জেলার দুটি আসনের মনোনয়ন প্রত্যাশিদের ও রাজনৈতিক নেতৃবৃন্দে সাথে কথা বলে জানা যায়, ঝালকাঠি-২ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশি, বর্তমান সাংসদ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মিল্লাত হোসেন ঝালকাঠিতে ঈদুল আযহা উদযাপন করবেন। তবে ঝালকাঠি-১ আসনের বর্তমান সাংসদ বিএইচ হারুন ঈদে রাজপুরে আসছেন না বলে জানা গেছে। তবে তিনি ঈদের পর ৭ তারিখে এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন বলে জানা গেছে। ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরও রাজাপুরে তার নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি রফিকুল ইসলাম জামাল রাজাপুরের তার গ্রামের বাড়ী বড়ইয়াতে ঈদ উদযাপন করবেন। ঝালকাঠি-১ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরুজ্জামন মনির নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে রাজাপুরে ঈদ উদযপান করবেন। ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুুবুল হক নান্নু ঝালকাঠির নবগ্রামে, একই আসনের মনোনয়ন প্রত্যাশি ও জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া নলছিটির হদুয়া গ্রামে ঈদ উদযাপন করবেন। এ আসনের মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় জিসাস নেতা নূরুল ইসলাম খান বাবুল ঢাকায় ঈদ করবেন। তবে ঈদের পরে ঝালকাঠিতে আসবেন তিনি। ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভূট্ট্রো নলছিটির মোল্লাররহাটে ঈদ করবেন। ঝালকাঠি-২ আসনের ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশি জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন ঝালকাঠির শেখের হাটে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।