অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে শহরতলীর পার কিফাইত নগড় এলাকায় অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ভস্মীভুত হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন গৃহকত্রী কহিনুর বেগম (৬৫)। অগ্নিদগ্ধ কহিনুর বেগমের শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত নার্স রিনা রানী। কহিনুর বেগম কিফাইত নগর এলাকার মৃত. দ্বীন ইসলামের স্ত্রী। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গৃহকর্ত্রী কহিনুর বেগমের মেয়ে শিল্পী বেগম জানিয়েছেন, গত শুক্রবার রাত ১১ টার দিকে রাতের খাবার গরম করার জন্য চুলায় আগুন জ্বালান হয়। খাবার খেয়ে ঘরের লোকজন ঘুমিয়ে পরে। এর পরে রান্না ঘরের চুলা থেকে অগ্নি সংযোগের সুত্রপাত ঘটে। মাত্র ১০ মিনিটের মধ্যে টিনের এই ঘর টি সম্পুন্ন পুড়ে যায়। এর পরে ফায়ার সার্ভিসের লোক জন ঘটনা স্থলে আসে। নগদ দুই লাখ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া গৃহকত্রী কহিনুর বেগমকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে বরিশালের শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঝালকাঠি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক খান বলেন,‘খবর পাওয়া সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। এর আগেই বসত ঘরটি সম্পুন্ন পুড়ে যায়।
