এসএস মিঠু ,জয়পুরহাট প্রতিনিধি,২০ মার্চ,বিডি টুডে ২৪ ডটকম :জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে জয়পুরহাট-বগুড়া সড়কের বটতলী এলাকায় সম্প্রতি একই শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক গোলাম মোর্তজা শিপলু সহ ওই (বটতলী) এলাকার শ্রমিকদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওই ইউনিয়নেরই শতাধিক শ্রমিক।
এ উপলক্ষে দুপুরে শহরের চিনিকল সড়কে জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শাজাহান আলী,শ্রমিকনেতা সিরাজুল ইসলাম,তসলিম উদ্দীন, রায়হান আলী, আব্দুস ছামাদ মেম্বার, আবেদ আলী, জাহাঙ্গীর আলম প্রমূখ।
সমাবেশে বক্তারা জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি হাফিজ সরদার ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে সন্ত্রাসী আখ্যায়িত করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন এবং সড়ক সম্পাদক শিপলুর হামলার তীব্র নিন্দা জানিয়ে শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
উল্লেখ্য,গত সপ্তাহে মোটর শ্রমিক ইউনিয়নের অর্ন্তদ্বন্দ্বের জের ধরে বটতলী এলাকায় প্রকাশ্যে ওই ইউনিয়নের সড়ক সম্পাদক শিপলুর ওপর হামলা চালানোর ঘটনায় জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও সাধারন সদস্যরা কার্যত: দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।