এসএস মিঠু ,জয়পুরহাট থেকে : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৯কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটায়িন – বিজিবি।এদের মধ্যে একজন এক ভারতীয়।
জয়পুরহাট-৩বিজিবি অধিনায়ক লে. কর্ণেল খশরু সাব্বির আলী জানান, বৃহস্পতিবার সকালে ওই সীমান্ত এলাকার ২৮১নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে পাসর্পোট বিহীন অবৈধ ভাবে বাংলাদেশ অভ্যন্তরে এসব কিশোররা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে তাদেরকে বালুরঘাট কিশোর অপরাধ সংশোধনাগারে রাখা হয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার (আজ) ভোরে তারা পালিয়ে বাংলাদেশে আসে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
আটককৃত কিশোরদের বাড়ি জয়পুরহাট,বরিশাল,দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায় এবং তাদের প্রত্যেকের বয়স ১২থেকে ১৭বছরের মধ্যে।আটক অপর ভারতীয় কিশোরের মা-বাবা কেউ না থাকায় বালুরঘাটের অপরাধ সংশোধনাগার থেকে সেও বাংলদেশে চলে আসে।আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।