এহসানুল হক, কক্সবাজার প্রতিনিধি, ১৪ মার্চ, বিডিটুডে ২৪ ডটকম : জনগণের জান মাল রা করা প্রশানসের পাশাপাশি রাজনৈতিক দল সহ সর্বস্তরের নাগরিক ও সমাজেরও নৈতিক দায়িত্ব। ধর্মের দোহাই দিয়ে যে কোন ধরণের জ্বালাও পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক অপতৎপরতা প্রতিরোধে প্রশাসন কঠোর পদপে গ্রহণে বাধ্য হবে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বুধবার কুতুবদিয়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি ২৮ ফেব্র“য়ারী সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের করা ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে সরকারি অফিস-আদালতের অপূরণীয় তি সাধনের কঠোর সমালোচনা করে দোষিদের শাস্তিসহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
এসময় জেলা প্রশাসক স্থানীয়দের দাবির মুখে নিরাপত্ত্বার স্বার্থে ধুরুং বাজারে পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস ও জলদস্যুতারোধে কোস্টগার্ড ক্যাম্প স্থাপনের আশ্বাস দিয়েছেন। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমেদের সভাপতিত্বে উপজেলা সম্মেলন ক ও ধুরুংবাজারস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৃথক দুটি সভায় উপজেলা চেয়ারম্যান এটিএম. নুরুল বশর চৌধুরী, পুলিশ সুপার আজাদ মিয়া, র্যাবের অধিনায়ক মেজর সরোয়ার আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) খালেকুজ্জামান এতে বিশেষ অতিথি ছিলেন। এতে আরও উপস্তিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
রহঝয