ক্রীড়া প্রতিনিধি, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের হয়ে প্রথম বারের মত জোড়া শতকের রেকর্ড গড়েছেন মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসের তৃতীয় দিন এই কৃতিত্ব দেখান তারা।
সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল ৩৮২ বল খেলে করেছেন ১৮৯* রান। অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত আছেন ১৫২ রানে। যেভাবে ব্যাট করছেন তাতে চতুর্থ দিনে সাবেক ও বর্তমান অধিনায়কের কাছে দ্বিশতক প্রত্যাশা করা যুক্তিসংগতই হবে বৈকি।
শুধু জোড়া শতক নয়, একই সঙ্গে সর্বোচ্চ ২৬১* রানের জুটি গড়েছেন তারা। এর আগে ঘরের মাঠে ২০১০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী করে ছিলেন ২০০ রানের জুটি।