নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি : জেলার রাজনগর থেকে এক দুর্ধর্ষ ডাকাত, বড়লেখা থেকে এক মাদক ব্যবসায়ী ও শ্রীমঙ্গল থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার সকাল ৭টায় রাজনগর উপজেলার ইটা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে রাজনগর পুলিশ রাজনগর সদর ইউনিয়নের পূর্ব মশুরিয়া গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে কালা আহমদ(৩৮) কে আটক করে। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এদিকে বড়লেখা উপজেলার দক্ষিনভাগবাজার এলাকা থেকে বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার দক্ষিনভাগ ইউনিয়নের পূর্ব দক্ষিণভাগ গ্রামের মৃত ছরমুজ আলীর ছেলে আব্দুল আলী(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এদিকে শ্রীমঙ্গল উপজেলার হুগলীছড়া চা বাগান এলাকায় বুধবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হুগলীছড়া গ্রামের কিশন বুনার্জীর ছেলে মদন বুনার্জী (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।