স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সাভারে দুর্ঘটনাকবলিত রানা প্লাজা ট্র্যাজেডিতে হতাহত পোশাক-শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে জেনেভায় পশ্চিমা ক্রেতাদের দু’দিনব্যাপী বৈঠক ব্যর্থ হয়েছে।
বৈঠকটির আয়োজকরা গতরাতে গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশি পোশাকের যেসব ক্রেতা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের মাত্র এক-তৃতীয়াংশ বৈঠকে অংশ নিয়েছেন। আর যারা অংশ নিয়েছেন তারা এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসতে পারেননি।
বৈঠকে একমাত্র প্রিমার্ক সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। কোম্পানীটি বলেছে, তারা আরো তিনমাস রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারবর্গকে মাসিক বেতন দিয়ে যাবে। বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকটিতে যে ১১টি কোম্পানি অংশ নেয় তাদের প্রায় সবাই ইউরোপীয়। আমেরিকা বা কানাডার কোন প্রতিষ্ঠান এতে যোগ দেয়নি।
বৈঠকটির আয়োজকদের মুখপাত্র ইনেকে জেডেনরাস্ট বৃহস্পতিবার রাতে জেনেভায় হতাশা প্রকাশ করে বলেছেন, তারা কোন সুনির্দিষ্ট অর্থ (ক্ষতিপূরণ বাবদ) দিতে সম্মত না হওয়ায় আমরা হতাশ। বৈঠকটি থেকে আমাদের আরো বেশি আশা ছিল।
আয়োজকরা বলেছিলেন, শুধুমাত্র রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা কাটিয়ে উঠতে সাত কোটি ৪৫ লাখ ডলারের সমপরিণাম অর্থ প্রয়োজন। সেই সঙ্গে তাজরিন ফ্যাশন্সের আগুনে নিহত ১১২ শ্রমিকের পরিবারবর্গের জন্য প্রয়োজন আরো ৬৪ লাখ ডলার।
তবে জেনেভা বৈঠকের আয়োজকরা এখনো হাল ছাড়েননি। তারা বলেছেন, দু’সপ্তাহ পর আবার ক্রেতাদের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করবেন তারা। কিন্তু বাংলাদেশের পোশাক শ্রমিকদের মানুষ হিসেবে যারা স্বীকৃতি দিতে নারাজ তাদেরকে আবার একত্রিত করার চেষ্টায় আয়োজকরা কতখানি সফল হবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
সাভারের রানা প্লাজাসহ বাংলাদেশের পোশাক কারখানায় সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয় নিয়ে মধ্যস্থতার জন্য জেনেভায় এক বৈঠক আয়োজন করেন বিশ্ব শ্রমিক সংগঠন ‘ইন্ডাস্ট্রিঅল’।
সূত্র: বিবিসি অনলাইন